প্রাকৃতিক দৃশ্য লেছড়াগঞ্জ ইউনিয়নের খুব সুন্দর না হলেও দেখার মত এমন জিনিস আছে যা বিখ্যাত কক্সবাজারকেও হার মানানে পারে। সেটা হল কক্সবাজার সে বিচ বনাম লেছড়াগঞ্জ ইউনিয়নের পদ্মা নদীর বিচ। বর্ষা চলে যাবার পরই এর অবিরাম সৌন্দর্য মেলে দেয় যা সত্যি দেখার মত। পর্যটন কেন্দ্র হিসেবে যদি এর নামটা পরিচয় করে দেওয়া যেত তাহলে এই লেছড়াগঞ্জ ইউনিয়নে মানুষের ঢল নেমে যেত। যদিও বর্ষাকালে কিছু লোক এখানে আসে তাদের মনের সুখে এখানকার মনোমুগ্ধকর দৃশ্য দেখে যায়। তারা শুধু বর্ষাকালেই আসে এবং তাদের সংখ্যা সামান্ন তারা এই মনোমুগ্ধকর দৃশ্য দেখে যায় এটা খুব সামান্ন সংখ্যক লোক ছাড়া খুব একটা পরিচয় নেই। এবং বর্ষাকাল ছাড়াও যে দেখার মত। অনেক কিছু থেকে যায় যা বিখ্যাত কক্সবাজারকে ও হার মানায় এটা যদি তারা জানতো তবে এত টাকা ব্যয় করে মানুষ কক্সবাজারে যেত না লেছড়াগঞ্জ ইউনিয়ন ঢাকা থেকে খুব সামান্ন পথ এবং ব্যয় খরচ খুব অল্প। এটা দেশের মধ্যে প্রচার করা দরকার ।এতে এখানকার মানুষের ও জীবনযাত্রার মান উন্নয়ন হত।
অবিরাম পদ্মার ভঙ্গনে লেছড়াগঞ্জ ইউনিয়নের মানুষ আজ অসহায় অবস্থায় জিবনযাপন করছে । প্রতি বছর বন্যার করাল ঘ্রাসে বেসে যাচ্ছে দু:খি মানুষের বাড়িঘর সহ ভিটেমাটি সব। এদের সামান্ন আয় যার মাধ্যমে তারা কোন রকম দিনপাত চালাচ্ছে।যদি প্রতি বছর এবাবে তাদের ক্ষতি হতেই থাকে তাহলে তারা একসময় ভীক্ষুতে পরিনত হতে পারে।তাছাড়া এদের নিজস্ব জমিও নেই পদ্মায় তাদের পূরন বাড়িঘর ভেঙ্গে তাদেরকে আজ এই অসহায় করে দিয়েছে।এখানে অধিকাংশ মানুষই দরিদ্র এবং কৃষক শেণীর তারা অন্যের জমি চাষাবাদ করে জীবন বাচায় তারা জদি এবাবে বসত ভিটা প্রতি বছর হরায় তাদের বেছে থাকা খুবই দুরুহ হয়ে উঠবে ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS