কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
ভাষা ও সংস্কৃতি:
মূলত : লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদ মানিকগঞ্জ জেলার অর্ন্তগত হলেও এ জনপদটি ফরিদপুর জেলার নিকটবর্তী। তাই, এ জনপদের অধিবাসীদের কথ্য ভাষা বেশীরভাগ ক্ষেত্রে ফরিদপুর জেলার ভাষভাষিদের সংমিশ্রনে প্রতিষ্ঠিত। যেমন- এ এলাকার অধিবাসীরা এখন-কে বলে এনহে, রান্নাকে বলে নান্দা, কোথায়-কে বলে কোদারে ইত্যাদি।
সংস্কৃতি : প্রাচীন আমল হতেই এটি ছিল হিন্দু অধিষ্যিত জন বসতি। স্বভাবত: হিন্দু শাস্ত্রের বিভিন্ন সঙ্গীত ছিল এখানকার সঙ্গীতের মূল সুর। কখিত আছে পৌষ সংক্রান্তিতে যে ঔন্নী গানের আয়োজন হতো সেখানে রাধা-কৃষের পৌরণিক গাথার আলোকে গান প্রচলিত ছিল। পরবর্তীতে পদ্মা নদীর তীরে জেগে ওঠা চরে অধিকাংশ মুসলিমদের বসবাস শুরু হয়ে পূর্বের সকল কিছু পরিবর্তিত হয়ে শরু হয়েছে নতুন সংস্কৃতি। এখন গান হয় শুধু পালাগান,গাজীর গান ভাসান যাত্রা। কাল পরিক্রমায় এখন লেছড়াগঞ্জ ইউনিয়নে নতুন সংস্কৃতির জন্ম নিয়েছে...শুরু হয়েছে ...নতুন আচার-অনুষ্ঠানের।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস